পুতিনকে ‘বিনীত অনুরোধ’ জানিয়েছে শ্রীলঙ্কা
জ্বালানি তেল আমদানির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়েছে অর্থ সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে বলেছেন, পুতিনের সঙ্গে তাঁর ‘খুবই গঠনমূলক’ আলোচনা হয়েছে। খবর বিবিসির।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে রুশ নেতার সঙ্গে তাঁর আলোচনার প্রতি ইঙ্গিত করে এক টুইটবার্তায় লিখেছেন, ‘আমি জ্বালানি আমদানির জন্য ঋণ সহায়তার প্রস্তাবের অনুরোধ করেছি।’
গোটাবায়া রাজাপাকসে আরও জানান, মস্কো-কলম্বো ফ্লাইট চালু করতে তিনি প্রেসিডেন্ট পুতিনকে ‘বিনীতভাবে’ অনুরোধ করেছেন। পাওনা পরিশোধের বিতর্কে গত মাসে শ্রীলঙ্কার একটি আদালত স্বল্প সময়ের জন্য রাশিয়ার পতাকাবাহী একটি উড়োজাহাজ আটকের পর এ ফ্লাইট বাতিল করা হয়।
রাজাপাকসে বলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছি পর্যটন, বাণিজ্য ও সংস্কৃতির মতো খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা আমাদের দুদেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার সবচেয়ে ভালো উপায়।’
সংকটের সময় সরবরাহ বাড়াতে এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনেছে শ্রীলঙ্কা। এ ছাড়া সরকার ইঙ্গিত দিয়েছে তারা আরও বেশি রুশ জ্বালানি কিনতে আগ্রহী।
এর আগে দেশটির জ্বালানি মন্ত্রী সতর্ক করে বলেছেন, শিগগিরই শ্রীলঙ্কায় পেট্রোল ফুরিয়ে যাবে। ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা।
এদিকে, বুধবার রাজাপাকসের সরকারকে বিদায় জানাতে কলম্বোর পার্লামেন্ট ভবনের কাছে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তারা বলছেন—এটি সরকার হটানোর ‘চূড়ান্ত ধাক্কা’।