ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফেব্রুয়ারির শেষ নাগাদ টিকা দেওয়ার কাজ শুরু করবে দেশটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, ফাইজারের করোনার টিকা সুরক্ষা, গুণগত মান এবং কার্যকারিতার জন্য কঠোর শর্ত পূরণ করেছে। অস্ট্রেলিয়ার ১৬ থেকে ঊর্ধ্বে সব বয়সী নাগরিককে এই টিকা দেওয়া হবে।
এদিকে বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বিশ্বে অস্ট্রেলিয়াই প্রথম। দেশটি তার ৫০ লাখ লোকের জন্য এক কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে। প্রথমে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের এ টিকা দেওয়া হবে। ফেব্রুয়ারির শেষ দিকে টিকা দেওয়ার কাজ শুরু করে তা অক্টোবরে শেষ করা হবে বলে জানানো হয়েছে।