বাইডেনের প্রচার গাড়িতে ট্রাম্প সমর্থকদের বাধা, তদন্তে এফবিআই
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচার গাড়িতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বাধার ঘটনা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, রোববার এফবিআইয়ের মুখপাত্র মিশেল লি এ তথ্য নিশ্চিত করেছের। মিশেল লি বলেন, ওই ঘটনায় সান আন্তোনিও এফবিআই সচেতন আছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বাইডেন শিবিরের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৩০ অক্টোবর টেক্সাসে সমর্থকদের আগাম ভোটের আহ্বান জানাতে সান আন্তোনিও থেকে অস্টিনের উদ্দেশ্যে যাচ্ছিল বাইডেন শিবিরের গাড়ি। এ সময় ‘ট্রাম্প ২০২০’ লেখা পতাকা হাতে ট্রাম্পের সমর্থকেরা বাইডেনের প্রচার গাড়ি ঘিরে রাখেন। তাঁরা গাড়ির গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার থেকে ২০ কিলোমিটারে নামিয়ে এনেছিলেন। রাস্তার মাঝে প্রচার গাড়ি থামিয়ে দেওয়ার চেষ্টায় প্রায় শতাধিক গাড়ি নিয়ে ঘিরে ধরেছিলেন তাঁরা। তবে তাঁরা কাউকে আঘাত করেননি।
প্রতিবেদনে আরো বলা হয়, ওই প্রচার গাড়িতে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ছিলেন না। তবে ওই গাড়িতে রিপাবলিকানদের চ্যালেঞ্জ করা সাবেক রাজ্য সিনেটর ওয়েন্ডি ডেভিস উপস্থিত ছিলেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডেভিস।
ঘটনার পর বাইডেনের প্রচার গাড়ির কর্মীরা ৯১১ নম্বরে ফোন করলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা তাঁদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।