ভেতরে ভোট গণনা চলছে, বাইরে ট্রাম্পবিরোধীদের বিক্ষোভ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পবিরোধীরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওই কনভেনশন সেন্টার ভবনে মেইলের মাধ্যমে আসা ব্যালটগুলো জড়ো করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, লাখ লাখ ব্যালট গণনা শেষ করতে একাধিক দিন লেগে যেতে পারে।
ফিলাডেলফিয়ায় বিক্ষোভ সমাবেশে প্রত্যেকটি ভোট গণনার পক্ষে স্লোগান দেওয়া সমর্থকদের অনেকে ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে কী কী সমস্যা হতে পারে সে সম্পর্কে বক্তব্য দেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের একটি সংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদেরও সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ওই সংবাদ সম্মেলনটি অবশ্য শেষ পর্যন্ত বাতিল করা হয়।
এ ছাড়াও মিশিগানের ডেট্রয়েট ও অ্যারিজোনার ফোনিক্সসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্রে বিক্ষোভ করেছেন ট্রাম্প-সমর্থকেরা।