মার্কিন নির্বাচন : ফল পেতে কেন এত দেরি?
কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পুরোনো সেই ডোনাল্ড ট্রাম্প নাকি নবাগত জো বাইডেন? নির্বাচন শুরু হওয়ার পর থেকেই চলছে এই গুঞ্জন। আনুষ্ঠানিক ঘোষণার আগে হলফ করে বলা কঠিন কে হচ্ছেন হোয়াইট হাউজের অতিথি।
তবে এখন পর্যন্ত যে কয়টি অঙ্গ রাজ্যের ফল হাতে এসেছে তাতে ২৩৮টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট।
তবে এ দুই প্রার্থীর মধ্যে কোনো একজনকে নিশ্চিতভাবে বিজয়ী বলার মত যথেষ্ট ভোট এখনো গণনা শেষ হয়নি। তাছাড়া চূড়ান্ত ফল ঘোষণার আগেই যদি কোনো প্রার্থী ফল চ্যালেঞ্জ করে আদালতে যান, তাহলে চূড়ান্ত ফল পেতে আরো কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটাররা যে ভোট দিয়েছেন, তাকে বলে পপুলার ভোট। তবে এই পপুলার ভোট দিয়ে সরাসরি ফলাফল নির্ধারিত হয় না। এই ভোট দিয়ে প্রতিটি অঙ্গরাজ্যে নির্দিষ্ট সংখ্যক ইলেকটর নির্বাচিত হন। আর যিনি পুরো দেশে অর্ধেকের বেশি ইলেকটরের সমর্থন পাবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমেরিকানরা একে বলে ‘ইলেকটোরাল কলেজ’ পদ্ধতি।
এসব কলেজে মোট ইলেকটর হবেন ৫৩৮ জন। তার মানে প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি লোক ভোট দিয়েছে। কিন্তু চূড়ান্ত ফল বরাবরের মতই নির্ভর করছে কয়েকটি নির্দিষ্ট রাজ্যের ফলের ওপর।
কয়েকটি রাজ্যে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেখানে ট্রাম্প ও বাইডেনের ব্যবধান সামান্য। আবার কয়েকটি রাজ্যে ভোট গণনা চলছে। আর এসব রাজ্যের ফলাফল হাতে আসার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হচ্ছেন নতুন প্রেসিডেন্ট।