মেক্সিকোয় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত এক
মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী রিসোর্ট শহর আকাপুলকোর কাছে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে।
মঙ্গলবার রাতের এই ভূমিকম্পে পাথর ধসে পড়ে ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি খুঁটি উপড়ে পড়ে একজন নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির গেরেরো রাজ্যের আকাপুলকোর ১১ মাইল উত্তরপূর্বে সাত মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পে আকাপুলকোর চারপাশের পাহাড়গুলো কেঁপে ওঠে বড় বড় বোল্ডার রাস্তায় নেমে আসে এবং বহু গাছ উপড়ে পড়ে।
গেরেরো রাজ্যের গভর্নর এক্তোর আস্তুদেইও স্থানীয় টেলিভিশনকে বলেন, খুঁটি উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এর আগে তিনি ও অন্য কর্তৃপক্ষগুলো ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন, তবে এ প্রাকৃতিক দুর্যোগের ফলে বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছেন, ভূমিকম্পে গেরেরো, প্রতিবেশী রাজ্য ওয়াহাকা, মেক্সিকো সিটি এবং অন্য কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেক্সিকোর গেরেরোর ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আকাপুলকো মেক্সিকো সিটি থেকে প্রায় ২৩০ মাইল (৩৭৫ কিলোমিটার) দক্ষিণপূর্বে। মেক্সিকো সিটির রোমা সুর এলাকায় ভূমিকম্পের সময় বিদ্যুৎ চলে যায় এবং আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।