যুক্তরাজ্যে ফের করোনায় আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড
যুক্তরাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক হিসাবে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে গতকাল বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছে ৮৮ হাজার ৩৭৬ জনের। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি বলেছেন, করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্ট ‘অবিশ্বাস্যরকম দ্রুত’ ছড়িয়ে পড়তে পারে। তবে, বুস্টার ডোজের কারণে সংক্রমণে হার চূড়ান্ত পর্যায় দ্রুত কমে যাবে বলে জানান তিনি। অবশ্য ক্রিস এও বলেছেন যে, এমনটা হওয়া সম্ভাবনা মাত্র। তিনি জানান, মানুষ কোভিডের বুস্টার ডোজ নিলে কিংবা ওমিক্রনে সংক্রমিত হলে একটা সময় এর ছড়িয়ে পড়ার হার কমে যাবে।
যুক্তরাজ্যে গত বুধবার সাত লাখ ৪৫ হাজার ১৮৩ জনকে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে ওমিক্রনের বিষয়ে ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্যে ৭৮ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়। যা ছিল করোনার মহামারি শুরুর পর থেকে এক দিনে সর্বাধিক আক্রান্তে রেকর্ড।