রুশ ধনকুবেরদের ওপর আরও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার অভিজাত ও ধনকুবেরদের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্র সরকার বন্ধ করার চেষ্টা করছে বলে জানিয়েছে। মার্কিন সরকার স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছে, ‘তাঁরা (ধনকুবের) বিলাসবহুল সম্পদ ব্যবহার করার জন্য বেনামে বিশ্বজুড়ে অর্থ লুকিয়ে রেখে স্থানান্তর করার চেষ্টা করে থাকে।’
মার্কিন নিষেধাজ্ঞার এবারের তালিকায় রয়েছে প্রমোদতরীর একটি ব্রোকারেজ ফার্ম, একাধিক রুশ কর্মকর্তা এবং পুতিনের একাধিক ঘনিষ্ঠজন। সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
প্রমোদতরীগুলোর মধ্যে রয়েছে—রুশ পতাকাবাহী গ্রেসফুল এবং কেম্যান দ্বীপপুঞ্জের পতাকাবাহী অলিম্পিয়া। পাশাপাশি আরও দুটি তরী—শেলেস্ট ও নেগা। তরীদ্বয় একটি রুশ কোম্পানির মালিকানাধীন।
হোয়াইট হাউস বলছে—‘ফাঁকি ঠেকাতে, আমাদের নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠোর করতে এবং পুতিন ও তাঁর সমর্থকদের ওপর চাপ বাড়াতে’ নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার ঘোষণা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং যারা রুশ আগ্রাসনকে সমর্থন করে, তাদের কাছ থেকে যেমন জবাবদিহি চাওয়া হচ্ছে, তেমনই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’