রোহিঙ্গাদের সুরক্ষা দিন, মিয়ানমারকে আন্তর্জাতিক আদালত
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা বন্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একই সঙ্গে সরকার নিয়ন্ত্রিত বাহিনী ও গোষ্ঠীগুলো যেন রাখাইনে আর কোনো ধরনের গণহত্যার ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে বলেছেন আদালত।
কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ে আগামী চার মাসের মধ্যে মিয়ানমার সরকারকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে।
আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় আইসিজের প্রধান বিচারপতি আবদুল কাভি আহমেদ ইউসুফ আদেশ ঘোষণা করেন।
এর আগে গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হয়, যা চলে ১২ ডিসেম্বর পর্যন্ত। তিন দিনের ওই শুনানিতে উভয় পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে।