লকডাউন উপেক্ষা করে পার্টি, ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
করোনা মহামারির মধ্যে লকডাউনে জনসমাগম ছিল আইনত নিষিদ্ধ। সামাজিক আয়োজনে আরোপ করা হয়েছিল বিধিনিষেধ। শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনা ছিল। এর মধ্যেই নিজের বাসভবনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি পার্টি আয়োজন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ তথ্য প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচিত হয়েছেন বরিস জনসন। লকডাউনের বিধি লঙ্ঘন করে এমন আয়োজনের তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
তবে সংক্রমেণের উর্দ্ধগতির মধ্যেই এমন পার্টিতে যোগ দেওয়ার পর সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।
ঘটনাটি ২০২০ সালের ২০ মের। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের ওই আসরে বরিস জনসন ও তাঁর স্ত্রী ক্যারি সিমন্ডস উপস্থিত ছিলেন। অতিথি ছিলেন শতাধিক। ওই সময় যুক্তরাজ্যে কোনো আয়োজনে এক সঙ্গে এত মানুষের উপস্থিতি আইনত নিষিদ্ধ ছিল।
স্থানীয় সময় গতকাল সোমবার ওই আয়োজন-সংক্রান্ত একটি ই-মেইল ফাঁস হলে এ তথ্য প্রকাশ্যে আসে। জানা যায়, ই-মেইলের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনল্ডস অতিথিদের দাওয়াত করেছিলেন। যুক্তরাজ্য এখন করোনার অতিসংক্রামক অমিক্রন ধরনের বিরুদ্ধে লড়ছে। এর মধ্যে গত মাসে বড়দিনের উৎসবে একই ধরনের আয়োজন করে সমালোচিত হন বরিস জনসন।
এদিকে বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। এ ছাড়াও মারা গেছেন আট হাজারের বেশি করোনা রোগী।