শত্রুর প্রধান দুই টার্গেট আমি ও আমার পরিবার : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রুশ বাহিনী তাঁকে সরিয়ে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার সকালে জেলেনস্কির এ বক্তব্য তুলে ধরা হয়।
রাশিয়ার ‘সেনা অভিযান’ শুরুর পর দেওয়া বিভিন্ন বক্তব্যের মধ্যে জেলেনস্কি বলেন, ‘শত্রুরা (রুশ বাহিনী) আমাকে তাদের এক নম্বর টার্গেট এবং আমার পরিবারকে দুই নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করেছে।’
জেলেনস্কি ওই ভিডিও বার্তায় জানান, তিনি রাজধানী কিয়েভে সরকারি বাসভবনে অবস্থান করছেন। তাঁর পরিবারও কিয়েভে রয়েছে। এ ছাড়া এ ব্যাপারে আর কোনো তথ্য দেননি তিনি।
এ ছাড়া জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে—এরই মধ্যে হামলাকারী শত্রুরা কিয়েভে প্রবেশ করেছে।
এদিকে, রাশিয়ার ‘সেনা অভিযানের’ প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার মোট ১৩৭ জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
জেলেনস্কি আরও জানান, রাশিয়ার এমন বড় ধরনের আক্রমণে এখন পর্যন্ত ৩১৬ জন আহত হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আজ আমরা ১৩৭ জন বীর, আমাদের নাগরিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হারিয়েছি।’ এ ছাড়া আরও ৩১৬ জন মানুষ আহত হয়েছে বলে জানান তিনি।
এদিকে, রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় প্রস্তুত নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যারা যারা অস্ত্র চাইবে, তাদের তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক আক্রমণ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশ একই মহাদেশের অন্য দেশে এত বড় আক্রমণ চালায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জেলেনস্কি রাশিয়ানদের প্রতিও ‘সামনে এগিয়ে আসতে’ এবং যুদ্ধের বিরোধিতা করতে আহ্বান জানিয়েছেন।