শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া সাবেক এমপি গ্রেপ্তার
শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া সাবেক সংসদ সদস্য দুমিন্দা সিলভাকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাত শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে আজ বুধবার সকালে দুমিন্দাকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার সিআইডি। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজফার্স্ট অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের খুবই ঘনিষ্ট ছিলেন দুমিন্দা সিলভা।
শ্রীলঙ্কার রাজনীতিবিদ ভারতা লক্ষণ প্রেমাচন্দ্রকে খুনের দায়ে ২০২১ সালে দেশটির হাইকোর্ট দুমিন্দা সিলভাকে মৃত্যুদণ্ড দেয়। পরে রাষ্ট্রপতি এই দণ্ডাদেশ বাতিল করে দুমিন্দার জন্য ক্ষমা ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার দুমিন্দা সিলভার মৃত্যুদণ্ড মওকুফের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। দেশটির সংবাদমাধ্যম এশিয়ান ব্রডকাস্ট করপোরেশন লিমিটেডের কর্ণধার র্যায়নর সিলভার ভাই দুমিন্দা সিলভা।