শ্রীলঙ্কায় ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন
শ্রীলঙ্কার পার্লামেন্ট আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। পার্লামেন্টের স্পিকার সোমবার এ কথা জানিয়েছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার দুদিন পর এ ঘোষণা এলো। খবর রয়টার্সের।
স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এক বিবৃতিতে বলেছেন, আগামী শুক্রবার (১৫ জুলাই) পার্লামেন্ট ফের অধিবেশনে বসার পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে।
বিবৃতিতে বলা হয়, ‘সোমবার রাজনৈতিক দলের নেতারা বৈঠকে একমত হয়েছেন যে, সংবিধান অনুযায়ী নতুন একটি সর্বদলীয় সরকার গঠন করা জরুরি।’
স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আরও বলেছেন, ‘ক্ষমতাসীন দল জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরাও পদত্যাগে প্রস্তুত।’
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তাঁর কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেছেন। সর্বদলীয় সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি হলে মন্ত্রিসভার অন্য সদস্যরাও পদত্যাগ করবেন বলে জানানো হয়েছে।
গত শনিবার শত শত বিক্ষোভকারী কলম্বোয় প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢুকে পড়ে। এরপর এদিন রাতে স্পিকার মাহিন্দা জানান, প্রেসিডেন্ট গোটাবায়া আগামী বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে তাঁকে জানিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের ঘোষণা নিশ্চিত করে জানায়, প্রেসিডেন্ট আগামীকাল বুধবার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে জানিয়েছেন।