সমান ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন যেভাবে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই চলছে। হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে রয়েছেন দুজনই। স্থানীয় সময় মঙ্গলবার থেকে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন- কেউ-ই যদি সংখ্যাগরিষ্ঠতা বা ২৭০টি ভোট না পান এবং ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৬৯-২৬৯ ভোট সমান হয় তাহলে কী হবে?
এক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি পরিষদের হাতে চলে যাবে প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব। খবর নিউইয়র্ক টাইমসের।
নিয়ম অনুযায়ী, কেউ সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করবে। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে সিনেট। প্রতিনিধি পরিষদ প্রতিটি রাজ্যের একটি করে ডেলিগেশন থেকে ভোট নেবে।
সে ক্ষেত্রে ৫০টি রাজ্যের মধ্যে যিনি ২৬টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবেন তিনিই হবেন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ১০০ সদস্যের সিনেটে যিনি ৫১টি ভোট পাবেন তিনি এই পদে জয়ী বিবেচিত হবেন।
এমনটি হলে এবারের ভোটে সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কারণ অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে হুমকিধমকি, আদালতে যাওয়া ও নিজেদের জয়ের ব্যাপারে একগুঁয়েমি মনোভাব বেশি দেখা যাচ্ছে।
এ ছাড়া তৃতীয় কোনো দলের প্রার্থীও যদি বেশি ভোট পাওয়ার মাধ্যমে প্রধান দুই দলের প্রার্থীর সংখ্যাগরিষ্ঠাতে চ্যালেঞ্জের মুখে ফেলেন, তখনও একই পদ্ধতিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে।