সরকারি চাকরিজীবীদের জন্য কোভিড টিকা বাধ্যতামূলক করছে কানাডা
কানাডায় সব সরকারি চাকরিজীবী এবং বেশির ভাগ বাণিজ্যিক রেল, ফ্লাইট ও জাহাজের যাত্রীদের করোনার টিকা নিতে হবে। কানাডা সরকার গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।
করোনার ডেলটা ভ্যারিয়্যান্টের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানাডা সরকার এ ঘোষণা দিয়েছে। দেশটির আমলাতন্ত্র বিষয়ক মন্ত্রী ডোমিনিক লাব্ল্যাংক বলেছেন, ‘আমরা জানি মহামারির অবসান ঘটানোর সবচেয়ে ভালো উপায় টিকা নেওয়া।’
ডোমিনিক বলেন, ‘আমরা আশা করি সরকারি চাকরিজীবীরা প্রয়োজনীয় এই বাধ্যতামূলক নীতি মেনে চলতে চাইবেন।’
প্রায় তিন লাখ সরকারি চাকরিজীবীর জন্য টিকা নেওয়ার নির্দিষ্ট সময়সীমা কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে।
এক সংবাদ সম্মেলনে লাব্ল্যাংক আরও জানান, পরিবহণ খাতে অক্টোবরের শেষ নাগাদ টিকা নেওয়ার বাধ্যতামূলক নীতি চালু করা হবে। এতে বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীসহ প্রদেশের মধ্যে চলাচলকারী রেল ভ্রমণকারী এবং ক্রুজশিপের মতো বড় বড় জাহাজের যাত্রীরা অন্তর্ভুক্ত থাকবে।
কানাডার তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ৭১ শতাংশ টিকার অন্তত একটি ডোজের আওতায় এসেছে। আর টিকার দুটি ডোজ নিয়েছে প্রায় ৬২ শতাংশ মানুষ।