সর্বোচ্চ জোয়ারে ভাসছে ভেনিস
প্রাকৃতিক জোয়ারের পানিতে ইতালির ভেনিসের প্রায় ৮৫ ভাগ এলাকা ডুবে গেছে। জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, উচ্চ জলরাশি ১ দশমিক ৮৭ মিটারে পৌঁছে গেছে, যা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ জলরাশির কবলে পড়েছে স্বপ্নের এই নগরী।
শহরের ক্ষতি গুরুতর। তবে পানি পুরোপুরি নেমে গেলে তার সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
জোয়ারের অতিরিক্ত পানিতে সান মার্কোর বেসিলিকাসহ পুরো শহর এবং দ্বীপপুঞ্জের মারাত্মক ক্ষতি করেছে। জানা যায়, এতে দুজনের মৃত্যু হয়েছে।
ভেনিসের মেয়র লুইজি ব্রোনারো টুইট করে বলেছেন, ‘আমরা বর্তমানে একটি ব্যতিক্রমী উচ্চ জোয়ারের মুখোমুখি। জরুরি অবস্থা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ ছাড়া মেয়র ভেনিসকে একটি দুর্যোগের রাজ্য ঘোষণা করেন। এরই মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে ভেনিস পরিদর্শন করেন। তিনি বলেছেন, এটি শুধু ভেনিস কিংবা ইতালি নয়, পুরো বিশ্বের ক্ষতি।
ইতালির আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার পানির উচ্চতা আরো বাড়তে পারে।