সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি ট্রাম্পের
ভোটের দিনের পর ডাকযোগের কোনো ভোট গ্রহণ করা হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন, ভোট গ্রহণের পরেও তিন দিন ডাকযোগের ভোট গণনা করা যাবে।
হোয়াইট হাউসে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিজয় উৎসবের প্রস্তুতি নেওয়ার কথা বলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর জয় নিশ্চিত। তবে, ভোট গণনা বিলম্বিত হওয়ায় ক্ষুব্ধ তিনি।
অন্যদিকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
এদিকে মার্কিন নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও ক্রমেই জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে পূর্ব ঘোষণা মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি নিজের বড় জয়ের ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প ভাষণে বলেছেন, ‘আমরা নির্বাচনে জিতে গেছি। ওরা আমাকে ধরতেই পারবে না। আমরা পেনসিলভানিয়ায়ও বড় ব্যবধানে জিততে যাচ্ছি। আমাকে হারানো তাদের পক্ষে অসম্ভব। উইসকনসিনও আমরা জয় করতে যাচ্ছি।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পরে কোনো ধরনের মেইল ভোট কাস্ট করার সুযোগ নেই। সেটা বন্ধে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব।’
বিভিন্ন রাজ্য থেকে আসা ভোটের ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ১২টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২০টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। তবে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে পিছিয়ে থাকলেও নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের।
তবে, ডেমোক্রেটদের দাবি, শেষ পর্যন্ত সুইং স্টেটগুলোতে মেইল ভোট গণনা করা হলে তারাই এগিয়ে যাবে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছে ডেমোক্রেটরাও।