সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা হতে পারে ২৮ জুন। আর ২৭ জুন হতে পারে আরাফাতের দিন। দেশটির জ্যোতির্বিদরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করছে সব। আজ সোমবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আল-আরাবিয়া।
মুসলমান ধমালম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এই দিনে ঈদের নামাজ শেষে সৃষ্টিকর্তাকে খুশি করতে পশু কোরবানি দেন মুলমানরা।
প্রতিবছর জিলহজ মাসে সৌদি আরবের মক্কায় পবিত্র হজ অনুষ্ঠিত হয়, ১০ জিলহজ ঈদুল আজহার দিন কোরবানির মধ্য দিয়ে শেষ হয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরের দিন বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়।