১০৭ দিনের লকডাউনের সমাপ্তি উদযাপন করেছে সিডনি
অস্ট্রেলিয়ার সিডনি শহর প্রায় চার মাস পর লকডাউনের বিধিনিষেধ থেকে বেরিয়ে এসেছে, স্থানীয়রা এখন নতুন স্বাধীনতা উদযাপন করছে।
সিডনিতে ১০৭ দিন পর গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকেই পানশালাগুলো খুলে দেওয়া হয়েছে। পানশালাগুলো খুলে দেওয়ার পর সেখানে লোকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
লকডাউন তুলে দেওয়ার পর অনেকে প্রত্যাশিত পুনর্মিলনী, আত্মীয়স্বজন এবং বন্ধুদের বাড়িতে যাওয়া উপভোগ করছেন।
সিডনি শহরে কোভিড-১৯ বিধিনষেধের কারণে এতদিন নিজের বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ নিষিদ্ধ ছিল। তবে টিকার পুরো ডোজ দেওয়া মানুষের জন্য এখন বেশিরভাগ বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
লোকেরা এখন পুনরায় খোলা ক্যাফে এবং রেস্তোঁরাগুলোতে এক সঙ্গে খাবার খেতে পারবে এবং জিম, লাইব্রেরিতে যেতে পারবে। সোমবার সেলুনেও লোকদের দীর্ঘ সারি দেখা গেছে। খবর বিবিসির।
এদিকে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও বড় কোনো জনসমাগমের ওপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে। বিধিনিষেধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচলের ওপর। পাশাপাশি এখনো কয়েক সপ্তাহ স্কুলগুলো পুরোপুরি খুলে দেওয়া হবে না।
বিধিনিষেধ তুলে নেওয়ার আগের দিন গতকাল রোববার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে করোনা সংক্রমণ ছিল ৪৭৭ জন। এটি তুলনামূলক কম। তা ছাড়া এখন পর্যন্ত রাজ্যটিতে ১৬ বছরের বেশি বয়সী ৭০ শতাংশ বাসিন্দা করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।