১১৭ বছর বয়সে করোনা জয় করলেন লুসিলে র্যানডন
করোনামুক্ত হয়েছেন ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিলে র্যানডন। তিনি ফ্রান্সের নাগরিক। আগামীকালই তিনি ১১৭তম জন্মদিন পালন করবেন।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, লুসিলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় তুওলন শহরের বৃদ্ধ নিবাসে বাস করেন। তিনি ১৯৪৪ সালে নিজের নাম বদল করে সিস্টার এন্ড্রে রাখেন। ১৬ জানুয়ারি তিনি করোনা পজিটিভ ধরা পড়েন।
লুসিলে করোনা আক্রান্ত হওয়ার পর বৃদ্ধ আশ্রমের অন্যদের কাছ থেকে আইসোলেশনে চলে যান। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন। লুসিলে হুইলচেয়ারে চলাফেরা করেন। তিনি অন্ধ। বৃহস্পতিবার তার ১১৭তম জন্মদিন। তিনি এই দিনটির অপেক্ষায় আছেন।
সেইন্ট ক্যাথারিন বৃদ্ধাশ্রমের মুখপাত্র ডেভিল তাভেলা লুলিসো সম্পর্কে বলেন, ‘তিনি খুবই ভাগ্যবান। এই বয়সেও তার তেমন কোনো রোগ নেই। তিনি নিজের কথা ভাবেন না, বৃদ্ধাশ্রমের অন্যদের অবস্থা নিয়ে চিন্তিত।’
লুসিলে ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন। তিনি ইউরোপের সবচেয়ে বয়স্ক মানুষ। জেরোনটলজি রিসার্চ গ্রুপের র্যাংকিং অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ নাগরিক তিনি।
লুসিলে বলেন, ‘আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে পেরে খুব খুশি। আমি বড় ভাইকে দেখেছি। দাদা-দাদি দেখেছি।’