কোনো কম্পিউটারই নিরাপদ নয় : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প তথ্য পাঠানোর জন্য ই-মেইলের বদলে চিঠি পাঠানোর পুরোনো পদ্ধতিকেই বেছে নিতে আহ্বান জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে যুক্তরাজ্যের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ক্লাবে উপস্থিত ছিলেন ট্রাম্প। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু পাঠানোর দরকার হয়, তাহলে সেটি পুরোনো দিনের মতো ডাকযোগে পাঠান। কারণ, কোনো কম্পিউটারই নিরাপদ নয়।’
তবে কম্পিউটার ও ই-মেইলের ওপরে নিজের তেমন ভরসা না থাকলেও মার্কিন নির্বাচনী প্রচার চলাকালে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকিংয়ে রাশিয়ার হাত আছে—অভিযোগটি বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প।
চলতি সপ্তাহের শুরুতে ই-মেইল হ্যাকিংয়ের জের ধরেই ৩৫ রাশিয়ান কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ওবামা প্রশাসন। ওই ৩৫ কূটনীতিকের বিরুদ্ধে নিশ্চিত প্রমাণ আছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘হ্যাকিং সম্পর্কে আমি অনেক কিছুই জানি। হ্যাকিং প্রমাণ করা খুবই শক্ত বিষয়। তাই ওই কাজ (হিলারির ই-মেইল হ্যাকিং) যে কেউই করতে পারে।’
ট্রাম্প আরো জানান, তিনি অনেক কিছুই জানেন, যা অনেকেই জানেন না। তাই তাঁরা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত নন।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তেমন কম্পিউটার ও ই-মেইল ব্যবহার করেন না। তবে মাঝেমধ্যেই তাঁকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করতে দেখা যায়।