নতুন আইন, ইমেইল থেকে বিরত থাকার অধিকার!
ফ্রান্সের কর্মচারীরা চাইলেই ছুটির দিনগুলোতে অফিসের ইমেইল ব্যবহার থেকে বিরত থাকতে পারবেন। আজ রোববার দেশটিতে এ সংক্রান্ত একটি আইন কার্যকর হয়েছে। গত বছরের মে মাসে আইনটির খসড়া তৈরি করা হয়।
৫০ জনের বেশি কর্মচারী থাকা প্রতিষ্ঠানগুলো এই আইনের আওতায় পড়বে। ২০০০ সাল থেকে ফ্রান্সে একজন কর্মচারীকে সপ্তাহে গড়ে ৩৫ ঘণ্টা কাজ করতে হয়।
এই আইনের সমর্থকদের দাবি, ছুটির দিনে কাজের জন্য অনেক সময়েই কর্মচারীরা ন্যায্য ওভারটাইম পান না। তাঁরা ছুটির দিনে অফিসের মেইল দেখে জবাব দেওয়ার কারণে ভালো করে বিশ্রাম নিতে পারেন না। ছুটির দিনে কাজ করতে গিয়ে তাঁদের নিয়মিত ঘুমও হয় না এবং পরিবারেও সমস্যা দেখা দেয়।
যদিও কিছু বেসরকারি প্রতিষ্ঠান অনেক আগে থেকেই চেষ্টা করছে তাদের কর্মচারীদের যেন অফিস টাইমের বাইরে ইমেইল ব্যবহার সীমিত করা যায়।