অভিবাসী সিদ্ধান্তে মেরকেলের বিপর্যয়কর ভুল : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জার্মানিতে ১০ লাখের বেশি অভিবাসী নেওয়ার সিদ্ধান্তটি নিয়ে একটি বিপর্যয়কর ভুল করছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
ব্রিটেন ও জার্মানির সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, ‘এযাবৎকালে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মেরকেল। তাঁর হাত ধরেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) লাগাম এখন জার্মানির হাতে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, তিনি (মেরকেল) একটি ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আর সেটি হলো ওই অবৈধদের আশ্রয় দেওয়া।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটা বিশ্বাস করি, যদি তাদের (ইউরোপীয় ইউনিয়ন) শরণার্থীদের নেওয়ার জন্য চাপ দেওয়া না হতো, তাহলে আপনাদের ব্রেক্সিটের মতো বিষয়টি আসত না।’
অভিবাসীদের বিষয়ে ট্রাম্প আরো বলেন, ‘জনগণ এটা চায় না, অন্যরা এসে তাদের দেশ ধ্বংস করে দিক। যেদিন থেকে ক্ষমতায় বসব, তখন থেকেই সীমান্তে শক্তিশালী দেয়াল গড়া শুরু করব।’ তিনি বলেন, ‘আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মেরকেলকে বিশ্বাস করা শুরু করব। কিন্তু দেখা যাক, বিশ্বাস কত দিন টেকে।’
আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের হাতে যুক্তরাষ্ট্রের শাসনভার তুলে দেবে ওবামা প্রশাসন। ওই দিন শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটবে ট্রাম্পের।