দিল্লি নির্বাচন : সর্বশেষ আপডেট
ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজধানী শহরের ১৪টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। গণনার সব প্রক্রিয়া ভিডিওতে ধারণ করা হচ্ছে।
নির্বাচন নিয়ে দ্য হিন্দুর অনলাইন সংস্করণের সর্বশেষ তথ্যগুলো সময়ের ঊর্ধ্বক্রম অনুযায়ী পাঠকের সামনে তুলে ধরা হলো :
৮টা ১০ : সব নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার। নির্বাচনের কেন্দ্রমুখী সড়কগুলোতে যানবাহন বা লোকজনের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
৮টা ৯ : ভোটে এগিয়ে থাকা প্রথম প্রার্থীর নাম জানা যায়। দিল্লির রোহিনিতে বিজেপির প্রার্থী ভিজেন্দর গুপ্তার এগিয়ে থাকার খবর পাওয়া যায়।
৮টা ৮ : উত্তর প্রদেশের কৌশাম্বি জেলার নিজ বাড়ি থেকে বেরিয়ে প্যাটেল নগরে আম আদমি পার্টির (এএপি) অফিসে রওনা হন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
৮টা : ভোট গণনা শুরু।
৭টা ৫২ : বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদির টুইট : সূর্যোদয়ের আগে তাঁর বাড়ির সামনে কমসংখ্যক গণমাধ্যমের উপস্থিতি দেখা গেছে।
৭টা ৫০ : প্রধান নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্মার বক্তব্য : বেশির ভাগ ফল প্রকাশিত হবে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
৭টা ৪৪ : ভোট গণনা শুরুর কিছুক্ষণ আগে এএপি নেতা কেজরিওয়ালের টুইট : দিল্লিবাসীর প্রতি শুভ কামনা। প্রার্থনা করো।
৭টা ৩৯ : ১৪টি ভোট গণনাকেন্দ্রে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা।