ফ্রান্সের মেৎজে বিমান বিধ্বস্ত, নিহত ২
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মেৎজ শহরের কাছে হালকা একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গত শনিবার এ বিমান বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
স্থানীয় কাউন্সিলরের বরাত দিয়ে বিবিসি জানায়, ফ্রান্সের মোসেলে অঞ্চলের মেৎজ নগরী থেকে ৭০ কিলোমিটার দূরের বিমানক্ষেত্র থেকে উড়ে যাওয়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এরপরই এতে আগুন ধরে যায়।
এ ঘটনায় ৫০ ও ১৮ বছর বয়সী দুই ব্যক্তি প্রাণ হারান। তাঁরা দুজন ওই বিমানটি চালাচ্ছিলেন। পুলিশ ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় দেশটির পুলিশ।