নারীর পিত্তথলিতে এক হাজার ৬০০ পাথর!
সংযুক্ত আরব আমিরাতের উম আল কুয়াইন অঞ্চলে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারীর পিত্তথলি (গলব্লাডার) থেকে এক হাজার ৬০০টি পাথর বের করেছেন চিকিৎসকরা।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার উম আল কুয়াইন অঞ্চলে খলিফা জেনারেল হাসপাতালে ওই নারীর অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
৪০ বছর বয়সী ওই নারীর চিকিৎসক তাহির হিলমি বলেন, এক বছরের বেশি সময় ধরে পেটের ডানপাশে ব্যথা হচ্ছিল। এর পর তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফল দেখে চোখ কপালে ওঠার জোগাড় তাদের। তাঁর গলব্লাডারটি ছোট ছোট পাথর দিয়ে একেবারে ঠাসা।
তাহির বলেন, রোগীর তত্ত্বাবধায়নে থাকা দলটি ‘ল্যাপরোস্কপিক সার্জারি’ (পেট না কেটে লেজার দিয়ে পাথর ভেঙে ফেলা) করার সিদ্ধান্ত নেয়। প্রায় এক ঘণ্টা চলে ওই অস্ত্রোপচার। এ সময় এক হাজার ৬০০টি পাথর বের করা হয়। কোনো জটিলতা ছাড়াই শেষ হয় ওই অস্ত্রোপচার।
কিন্তু নারীর পেটে কেন এত পরিমাণ পাথর? এ প্রশ্নের জবাবও দিয়েছেন তাহির। অস্বাভাবিক পরিমাণ মুটিয়ে যাওয়া, অত্যধিক চর্বিযুক্ত খাবার খাওয়া ও উচ্চ ডায়াবেটিসকেই কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। এ ছাড়া বংশগত কারণেও হতে পারে গলব্লাডারে পাথর।
এই রোগ থেকে বেঁচে থাকার পথও বলেছেন তাহির। তাঁর মতে, বিপত্তি থেকে বাঁচতে হলে ছাড়তে হবে চর্বিযুক্ত খাবার। খেতে হবে আঁশযুক্ত খাবার ও প্রচুর পরিমাণ পানি। আর পেটে ব্যথা অনুভব করলে অবস্থা সঙ্গিন হওয়ার আগেই চোখ-কান বন্ধ করে সোজা চলে যেতে হবে চিকিৎসকের কাছে।