দুবাইয়ে ভারতীয় অভিনেত্রী জিতলেন আধা কেজি সোনা
মালায়লাম ছবির অভিনেত্রী আইমা রোজমেরি সেবাস্টিয়ান। কাজ করেছেন নামী-দামি সব ছবিতে। সম্প্রতি ব্লকবাস্টার ছবি ‘জ্যাবোবিনতে স্বার্গারাজিয়াম’ ও ‘মুনথিরিভাল্লিকাল থালিরক্কুম্বল’ ছবিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা মোহনলাল ও নিভিন পাউলির সঙ্গে।
এতশত অভিনয় করে যত না কামিয়েছেন আইমা, এবার একবারেই তার চেয়ে বেশি অর্থ পেলেন। দুবাইয়ে একটি র্যাফেল ড্রতে এক ধাক্কায় আধা কেজি সোনা জিতেছেন তিনি।
এ বিষয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমসকে আইমার মা পৃথী জর্জ বলেন, ‘অক্ষয় তৃতীয়ার দিন সোনা ও হীরা কেনার পর আবার এই সোনা জেতায় আমি খুবই আনন্দিত। আমরা মালাবার গোল্ড কোম্পানির প্রচারের সময়ে সোনা কিনি এবং প্রায় ৩০টি কুপন জমা দিই। আজ মালাবার গোল্ড আমাদের ফোন দিয়ে লটারি জেতার কথা জানায়।’
‘শারজায় অবস্থিত মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে বের হয়ে যাওয়ার পর আমি লটারির কুপনগুলো ফেলে দিতে যাচ্ছিলাম’, বলে উল্লেখ করেন পৃথী।
পৃথী আরো জানান, তাঁর মেয়ে আইমা সৌভাগ্যের কারণে ছবিতে অভিনয় করার সুযোগ পায়। আইমা একজন নৃত্যশিল্পী এবং দুবাইতে মালায়লাম অভিনেত্রী আশা সারাথের সঙ্গে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছে। এর পর থেকেই ছবিতে কাজের সুযোগ পায় সে।