গ্রিস সংকট নিয়ে সমাধানে পৌঁছেছে ইউরোজোন
গ্রিস সংকট নিয়ে অবশেষে সমাধান মিলেছে। গ্রিসের জন্য তৃতীয় আর্থিক পুনরুদ্ধার (বেলআউট) নিয়ে টানা আলোচনার পর ইউরোজোনের নেতারা ‘সর্বসম্মত’ভাবে একটি সমাধানে পৌঁছেছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক টুইটার বার্তায় এ তথ্য জানান।
বিবিসি জানায়, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত রোববার রাত থেকে টানা ১৬ ঘণ্টা ইউরোজোনের নেতারা গ্রিসের অর্থনৈতিক সংকটের সমাধান নিয়ে আলোচনা করেন।
আজ দুপুর ১টার দিকে এক টুইটার বার্তায় ডোনাল্ড টাস্ক বলেন, একটি আর্থিক পুনরুদ্ধার পরিকল্পনা গ্রিসের জন্য ‘প্রস্তুত’ আছে। এতে ‘গুরুত্বপূর্ণ সংশোধন ও আর্থিক সহায়তা’ থাকবে। অপর এক টুইটার বার্তায় তিনি বলেন, সমাধান এগিয়ে নিতে ইউরোগ্রুপ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করবে।
গ্রিসের জন্য অনুমোদন করা পরিকল্পনার বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে টুইটার বার্তায় ডোনাল্ড টাস্ক বলেন, এখন ইউরোজোনের অর্থমন্ত্রীরা স্বল্প মেয়াদে গ্রিসকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে আলোচনা করবেন।
ইউরোজোনের পক্ষ থেকে দাবি করা সংশোধনী আগামী বৃহস্পতিবারের মধ্যে গ্রিসকে পার্লামেন্টের মাধ্যমে পাস করতে বলা হয়েছে।
এর আগে বিবিসি জানায়, ইউরোজোনের নেতারা কোনো সমাধানে পৌঁছাতে না পারলে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এ ছাড়া দেশটির মুদ্রা হিসেবেও ইউরো বন্ধ হয়ে যেত।