‘আল্লাহু আকবার’ বলেই চাপাতি নিয়ে সেনাদের ওপর হামলা
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ব্যক্তি চাপাতি নিয়ে সৈন্যদের ওপর আক্রমণ চালালে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ব্রাসেলসের কেন্দ্রস্থলের বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই হামলার ঘটনা ঘটে। এতে একজন সৈন্য তাঁর মুখমণ্ডলে এবং আরেকজনের হাতে আঘাত লেগেছে।
বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, যে ব্যক্তি এই চাপাতি হামলা চালিয়েছে তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনো ‘সন্ত্রাসী তৎপরতার’ অভিযোগ ছিল না।
তবে দুই সেনার ওপর হামলা চালানোর সময় ওই ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার দিয়ে ওঠেন। এই ঘটনাকে কর্তৃপক্ষ একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করছে।
গত বছরের মার্চের তৃতীয় সপ্তাহে ব্রাসেলসের একটি বিমানবন্দর ও পাতাল রেলে সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়। এর পর থেকেই মূলত ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা হিসেবে রাস্তায় সেনা মোতায়েন করা হয়। এর উদ্দেশ্য ছিল যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলেই সেনা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে তৎপরতা শুরু করতে পারেন।
এরপর গত জুন মাসেই ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর মধ্যেই আবার ব্রাসেলসে এই ধরনের হামলার ঘট্না ঘটল।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী টুইটারে লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ করেন।