গুজরাটে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০
ভারতের গুজরাটের উত্তরাঞ্চল ও কুচ এলাকায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের শুরুতে শুরু হওয়া ভারি বৃষ্টির ফলে এ বন্যা সৃষ্টি হয়েছিল। এনডিটিভি তাদের খবরে জানায়, বন্যায় গুজরাটের বানসকণ্ঠ জেলায় ১৪ জন, পাটান জেলায় পাঁচজন ও কুচে চারজন মারা গেছেন।
রাজ্য সরকারের ত্রাণ ও উদ্ধারকর্মীরা এ পর্যন্ত প্রায় তিন হাজার জনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছেন। এ ছাড়া গত দুদিনে বন্যাকবলিত এলাকায় ১০ লাখ খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়েছে।
এদিকে, গত শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজ্যটির অনেক স্থানে নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়েছে। প্রধান প্রধান নদীতে পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্য দুটিতে প্রায় সাড়ে ১৩ লাখ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়ক ও রেলপথ পানির নিচে তলিয়ে যাওয়ায় রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবন্দি লোকজন বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।