নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০
নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের সঠিক সংখ্যা জানা জায়নি। আজ মঙ্গলবার দেশটির আদামাওয়া রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মুবিতে এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা বিবিসি, আল জাজিরা ও নাইজেরিয়ার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানসহ বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর জানিয়েছে।
নাইজেরিয়া পুলিশের মুখপাত্র ওসমান আবুবকর জানান, আহতদের বিভিন্ন হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে তাঁর ধারণা। যদিও কোনো জঙ্গি সংগঠন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
ওসমান আবুবকর আরো জানান, মসজিদে ফজর নামাজ পড়তে আসা মুসল্লিদের সঙ্গে ওই হামলাকারী মসজিদে প্রবেশ করেন। নামাজ শুরু হলে এই বোমা হামলা চালানো হয়। হামলায় মসজিদের ছাদ উড়ে যায়।