রোহিঙ্গা গণহত্যা নাকচ করা যাবে না : জাতিসংঘ
মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা ঘটেনি তা বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রাদ আল-হুসেইন। আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে তিনি এ কথা বলেন।
জেইদ রাদ আল-হুসেইন বলেন, মানবাধিকার নিশ্চিত না করে রাখাইনে কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো উচিত নয়। তিনি বলেন, রোহিঙ্গাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। গ্রেনেড পুঁতে রাখা, কাছ থেকে গুলি করা, ছুরি দিয়ে আঘাত, পিটিয়েও হত্যা করা হয়েছে রোহিঙ্গাদের। এমনকি রোহিঙ্গারা বাড়িতে থাকা অবস্থায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এ সময় জেইদ রাদ আল-হুসেইন প্রশ্ন করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা-সংস্কৃতি থাকা সত্ত্বেও তাঁদের মনে করা হয় তারা অন্য কোনো জাতিগোষ্ঠীর, ধর্মীয় দল মনে করা হয়। এসবের পরও কি সেখানে গণহত্যা না হওয়ার কোনো কারণ থাকতে পারে?
যদিও মিয়ানমারের মুখপাত্র টিন লিন গণহত্যার অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে মিয়ানমার ও বাংলাদেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে।
গত ২৫ আগস্ট শুরু হওয়া নির্যাতনের জের ধরে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।