বেইল আউটে অনেকটাই সম্মত গ্রিস
ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত বেইল আউটে অনেকটাই সম্মত হয়ছে গ্রিস। দেশটির নীতিনির্ধারকরা প্রস্তাবের বড় শর্তগুলোতে সম্মত হয়েছেন। তবে এখনো কয়েকটি ছোট বিষয় নিয়ে ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আলোচনা হবে। দেশটির অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস এসব তথ্য জানিয়েছেন।
গ্রিসের রাজধানী এথেন্সে রাতভর ঋণদাতা ও গ্রিসের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস এই বিষয়ে সাংবাদিকদের জানান। অর্থমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুই তিনটি ছোট বিষয় নিয়ে সমঝোতা এখনো বাদ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়েই সমঝোতা হয়েছে।
ইউরোজোনে থাকা ও দেউলিয়া ঘোষণার হাত থেকে বাঁচতে গ্রিসকে অবশ্যই একটি সমঝোতায় আসতে হবে। গত পাঁচ বছরের মধ্যে এটি হবে গ্রিসের তৃতীয় বেইল আউট।
গ্রিস সরকার আশা করছে- পার্লামেন্টের মাধ্যমে এই সপ্তাহের শেষেই আট হাজার ৬০০ কোটি ইউরো ঋণের ব্যাপারে সমঝোতায় আসা যাবে।
গ্রিসকে ২০ আগস্টের আগেই সমঝোতায় আসতে হবে। কারণ ওই দিন দেশটিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৩০০ কোটি ইউরো পাওনা ফেরত দিতে হবে। ইউরোপের নতুন ঋণ না পেলে ওই পাওনা ফেরত দিতে পারবে না গ্রিস।
এর আগে অবশ্য গ্রিসের পক্ষ থেকে বেইল আউটে পুরোপুরি সম্মত হওয়ার কথা জানানো হয়। পরে বেশির ভাগ বিষয়ে সমঝোতার কথা নিশ্চিত করা হয়।
গ্রিসের অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রস্তাবিত বেইল আউটের শর্ত অনুযায়ী গ্রিস স্বাধীন একটি বেসরকারীকরণ তহবিল করতে রাজি হয়েছে। একই সঙ্গে আটকে থাকা ব্যাংক ঋণের বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই দুটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে।