সামরিক অভিযানে ৪০ তালেবান নিহত
পাকিস্তান বিমানবাহিনীর এক সামরিক অভিযানে ৪০ তালেবান সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বিবৃতির বরাত দিয়ে সংবাদসংস্থা ডন এ খবর জানিয়েছে। রবিবার বিকেলে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে এ হামলা চালানো হয়। তবে এলাকাটিতে সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় সেনাবাহিনীর দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলেও জানিয়েছে ডন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় বিমানবাহিনীর ‘অপারেশন জারব ই আযাব’ নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ওয়াজিরিস্তানের সরকারের একটি সূত্র উল্লেখ করে ডন আরো জানায়, তালেবানদের ওপর এ হামলার সাথে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক সেনা কর্মকর্তা সুজা খানজাদার ওপর হামলার কোনো যোগসূত্র নেই। এটি নিয়মিত অভিযানের অংশ।
উল্লেখ্য, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তান থেকে তালেবানদের উৎখাতে ২০১৪ সালের জুন মাস থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে। করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবান হামলার পর এ অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। আগামী মাসে আরো বড় আকারে হামলার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে দেশটির সেনাসূত্র।