কট্টর হিন্দুদের কাছে মুসলিমদের ছয়টি প্রশ্ন
ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর ঘোষণা দিয়ে এতদিনে বহু স্তুতি-নিন্দা কামিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভারতীয় জনতা দল (বিজেপি) দেশটির ক্ষমতায় আরোহণের পর, বিজেপির এই মাতৃসংগঠনটির তোড়জোড় আরো বেড়েছে। বহুজাতির একত্রে বসবাস ও বিকাশের বিচিত্রতা নিয়ে যে ভারতের প্রতিষ্ঠা, তার স্বত্ব কি কেবল সনাতন ধর্মাবলম্বীদের? সম্প্রতি আরএসএসকে এমন ছয়টি প্রশ্ন ছুড়ে দিয়েছে ভারতের একটি মুসলিম সংগঠন।
সুন্নি উলেমা কাউন্সিলের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সালিসের নেতৃত্বে একটি দল গত সোমবার আরএসএসের প্রভাবশালী নেতা ইন্দ্রেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছে ওই ছয়টি প্রশ্ন পেশ করেন বলে জানানো হয়েছে দ্য হিন্দুর এক প্রতিবেদনে। ১৭ ফেব্রুয়ারিতে পিটিআইয়ের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, মুসলিম আলেমরা আরএসএসের কাছে জানতে চেয়েছেন যে, তারা সত্যিই ভারতকে হিন্দুরাষ্ট্র বানাতে চায় কিনা এবং সে জন্য তাদের নির্দিষ্ট কর্মসূচি কী।
ইন্দ্রেশ কুমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মার্গদর্শক বা উপদেষ্টা। আরএসএসের তৎকালীন প্রধান কে এস সুদর্শনের উদ্যোগে মুসলমানদের জন্য এ সংগঠনটির পত্তন হয় ২০০২ সালে।
মুসলিম আলেমরা দাবি করেছেন, ইন্দ্রেশ কুমার তাঁদের প্রশ্নগুলোর জবাব দেননি। তবে জানিয়েছেন, মুসলিম সংগঠনগুলোর সম্মেলন ডাকা হলে সেখানে উপস্থিত হয়ে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন।
মোহাম্মদ সালিস গত মঙ্গলবার পিটিআইকে বলেছেন, ‘আমরা গত রাতে আরএসএসের প্রবীণ নেতা ইন্দ্রেশজির সাথে সাক্ষাৎ করেছি। আমরা ছয়টি প্রশ্ন রেখেছিলাম, তিনি কোনো জবাব দেননি।’
সালিস বলেন, ‘আমাদের পয়লা প্রশ্ন ছিল, আরএসএস ভারতকে হিন্দুদের দেশ বলে মনে করে কিনা। দ্বিতীয় প্রশ্ন ছিল, ভারতকে একটি হিন্দুরাষ্ট্রে পরিণত করতে আরএসএস কোনো কর্মসূচি নির্দিষ্ট করেছে কিনা। তৃতীয় প্রশ্ন করেছিলাম, ওই হিন্দুরাষ্ট্র কি গড়ে তোলা হবে হিন্দু ধর্মীয় গ্রন্থাবলি অনুসরণে নাকি সে জন্য কোনো নতুন দর্শন খাড়া করানো হয়েছে।’
সালিস বলেন, ‘চতুর্থ প্রশ্ন ছিল, ধর্মান্তর বিষয়ে আরএসএসের অবস্থান কী। পঞ্চমটি ছিল যে, আরএসএস মুসলিমদের কাছ থেকে কী ধরনের দেশপ্রেম প্রত্যাশা করে। ষষ্ঠ প্রশ্ন ছিল, ইসলামের ব্যাপারে আরএসএসের দৃষ্টিভঙ্গি কী।’
সালিস অভিযোগ করেন, ‘তাদের কোনো ছক নাই। কেবল প্রোপাগান্ডা ছড়াতে তারা হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার আওয়াজ তুলেছে।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, হিন্দু গ্রন্থাবলি অনুসারে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দলিতরাও মন্দিরে প্রবেশের অধিকার হারাবে।
আরএসএসের কাছে সুন্নি উলেমা কাউন্সিলের ছয়টি প্রশ্ন :
১. আরএসএস কি ভারতকে একটি হিন্দুরাষ্ট্র বলে মনে করে?
২. ভারতকে হিন্দুরাষ্ট্র বানাতে আরএসএস কি কোনো ছক কষেছে?
৩. হিন্দুরাষ্ট্র কি হিন্দু গ্রন্থাবলি অনুসারে প্রতিষ্ঠিত হবে, নাকি এ জন্য আরএসএস কোনো নতুন দর্শন দাঁড় করিয়েছে?
৪. ধর্মান্তর বিষয়ে আরএসএসের অবস্থান কী?
৫. মুসলিমদের কাছ থেকে আরএসএস কী ধরনের দেশপ্রেম আশা করে?
৬. ইসলামের প্রতি আরএসএসের দৃষ্টিভঙ্গি কী?