পরমাণু অস্ত্র পরীক্ষা ‘স্থগিত’ করল উত্তর কোরিয়া
সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা সাময়িক স্থগিত ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
শনিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করবে।’
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, কোরীয় উপদ্বীপে অর্থনৈতিকি সমৃদ্ধি ও শান্তির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কিম।
এ ছাড়া আগামী জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন কিম, যা নজিরবিহীন। ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার এটাই প্রথম বৈঠক হতে যাচ্ছে।
কিমের এ ঘোষণার পর ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘এটা উত্তর কোরিয়া ও বিশ্বের জন্য খুব ভালো সংবাদ—বিশাল অগ্রগতি।’
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করতে পারলে দেশটির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তরের এটা অর্থবহ অগ্রগতি।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উত্তর কোরিয়া বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা করে আসছে।