তিস্তা নিয়ে এখানে কিছু বলব না : মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে আজ বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়ার আগমুহূর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ফোন পেয়েছেন। ফোনে মুখ্যমন্ত্রীকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবহিত করেছেন সুষমা।
দ্য হিন্দু জানায়, কলকাতা ছাড়ার ঘণ্টাখানেক আগে মমতাকে ফোন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি প্রতিবেশী দেশটিতে তাঁর দুদিনের সফরের সাফল্য কামনা করেন। পাশাপাশি আরো কিছু বিষয়ে অবহিত করেন।
এদিকে আজ পশ্চিবঙ্গের বিধানসভায় সাংবাদিকদের সাথে আলাপকালে মমতা তাঁর এই সফরকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। এ সময় সাংবাদিকরা তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি এখানে তিস্তা নিয়ে কিছু বলব না।’
মমতা সাংবাদিকদের জানান, এই সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করবেন।
ছিটমহল বিনিময়-সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, তিনি ছিটমহল বিনিময়ের পক্ষে। তাঁর এই মত সম্পর্কে কেন্দ্রীয় সরকার অবগত বলেও জানান তিনি। এ সময় তিনি দুই দেশের মধ্যে ছিটমহল নিয়ে আলোচনা একটি সন্তোষজনক পর্যায়ে আছে বলে উল্লেখ করেন।