উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ তিন পদে রদবদল
উত্তর কোরিয়ার উচ্চপদস্থ তিন সামরিক কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এ পরিবর্তন আনলেন দেশটির নেতা কিম জং উন।
সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বিদায়ী তিন সামরিক কর্মকর্তা কিমের খুব ঘনিষ্ঠ। ২০১১ সালে দেশটির দায়িত্ব নেওয়ার পর থেকে ওই তিন কর্মকর্তা কিম জং উনকে বেশ ভালো সহযোগিতা করেন।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা।
উত্তর কোরিয়ার একটি সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানায়, প্রতিরক্ষা প্রধান পাক ইয়ঙ সিকের জায়গায় নো কোয়াঙ চল, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) প্রধান রি মায়োঙ সুর জায়গায় তাঁর সহকারী রি ইয়ঙ গিলকে বসানো হয়েছে।
অন্যদিকে, আর্মি জেনারেল কিম সু গিলের জায়গায় কিম জং গ্যাককে কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) জেনারেল পলিটিক্যাল ব্যুরোর (জিপিবি) পরিচালক হিসেবে বসানোর খবর আগেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে শোনা যাচ্ছিল। গতকাল রোববার উত্তর কোরিয়ার এক মন্ত্রী এ বিষয়টিও নিশ্চিত করেন।
দেশটির নেতৃত্ব ও নিরাপত্তাবিষয়ক ব্লগ ‘নর্থ কোরিয়া লিডারশিপ ওয়াচ ব্লগের মাইকেল ম্যাডেন নতুন তিন কর্মকর্তা প্রসঙ্গে বলেন, ‘কিম জং উনের কাছে এই তিনজনেরই গ্রহণযোগ্যতা খুব ভালো। প্রত্যেকেই কিমের অনুগত এবং সবারই বিদেশি প্রতিনিধিদলের সাথে বিভিন্ন বিষয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে।'