পূর্ব জেরুজালেমের ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ
নতুন ইহুদি বসতি নির্মাণ করতে পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমে আরো অন্তত ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেছে ইসরায়েলি পুলিশ।
এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিরা। যদিও কয়েকজনকে পাথর ও পানির বোতল নিক্ষেপ করতে দেখা যায় বলে জানায় মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেড জানান, বিক্ষোভের সময় পাথর ছোড়ার ঘটনায় তিন ইসরায়েলি পুলিশ হালকা আঘাত পায় আর দুই বিক্ষোভকারীকে আটক করেন তাঁরা।
এদিকে, উচ্ছেদ করা ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কথা জানায় ইসরায়েল সরকার। যদিও ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আগ্রহ দেখায় তারা।
১৯৬৭ সালে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের সময় থেকে পশ্চিম তীরে ৬০ লাখ ফিলিস্তিনি বসবাস করছে।