নালন্দা বিশ্ববিদ্যালয় ছাড়ার ঘোষণা অমর্ত্য সেনের
ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে এ ঘোষণা দেন।
গত ১৩ জানুয়ারি দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে আচার্যের পদে সর্বসম্মতিতে মনোনীত করে পরিচালনা পর্ষদ। এরপর এক মাস পেরোলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে অনুমোদন না দেওয়ায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কাছে পাঁচ পৃষ্ঠার চিঠি দিয়েছেন অমর্ত্য সেন। এতে তিনি বলেন, ‘আগামী জুলাইয়ের পর নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সরকার আমাকে আর চায় না, এখানে থাকা আমার জন্য কঠিন।’
বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কোনো জবাব দেয়নি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই পর্ষদের নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতি ভবনে যায়। তবে ওই দুটি দপ্তর থেকে কোনো জবাব আসেনি।