পুলিশ পেটাল ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত সাংবাদিক চান্দ নওয়াবকে
এক রেলস্টেশনের ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে টেলিভিশন ক্যামেরার সামনে পে-অফ (প্রতিবেদন শেষে প্রতিবেদকের দেওয়া নিজের বক্তব্য ও নাম) দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিখ্যাত হয়েছিলেন তিনি। এমনকি তাঁর এই পে অবের দৃশ্য তুলে ধরা হয়েছে বলিউডের জনপ্রিয় সিনেমা বজরাঙ্গি ভাইজানেও। ছবিতে যুক্ত করা হয়েছে তাঁর নামে একটি চরিত্রও। এবার আরেক স্টেশনে পুলিশের হাতে মার খেয়ে আবারও আলোচনায় আসলেন পাকিস্তানের সাংবাদিক চান্দ নওয়াব।
আজ মঙ্গলবার করাচির ক্যান্টনমেন্ট স্টেশনে পাকিস্তানের জনপ্রিয় এই টেলিভিশন সাংবাদিককে পিটিয়েছে পুলিশ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ট্রেনের টিকেট কালোবাজারি নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজে ক্যান্টনমেন্ট স্টেশনে যান চান্দ নওয়াব ও তাঁর সহকর্মীরা। সেই সময় রেলের কর্মকর্তা ও রেল পুলিশের সদস্যরা চড়াও হন তাঁদের ওপর।
একটি ছবিতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য ও রেল কর্মকর্তা মিলে মারছেন চান্দ নওয়াবকে। জানা গেছে, টিকেট কালোবাজারি নিয়ে সংবাদ সংগ্রহের সময় এই ঘটনা ঘটে।