বিশ্বে শান্তি নিশ্চিত করার আহ্বান শেখ হাসিনার
বিশ্বের শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অঙ্গীকার সুদৃঢ়, অবিচল এবং আরো অনেক দূর যাওয়ার জন্য প্রস্তুত বলে জানান তিনি।
urgentPhoto
জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ‘লিডারস সামিট অন পিসকিপিং’ অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কো-চেয়ার ছিলেন তিনি।
নিজের বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ‘বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিরক্ষীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আরো বেশি সাড়া দেওয়ার জন্য বাংলাদেশ একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জাতীয় কর্মপরিকল্পনার কাগজপত্র তৈরি হয়ে গেছে। শান্তিরক্ষী মিশনের নেতৃত্বদানকারী দেশ হিসেবে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে প্রস্তুত। মালি, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকে শান্তিরক্ষী বাহিনীর নীল হেলমেট মাথায় নিয়ে সবচেয়ে দ্রুত মোতায়েন হয়েছে বাংলাদেশের সদস্যরা।’
নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে শান্তিরক্ষী বাহিনীর জন্য বাংলাদেশের সদস্যদের আরো আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তিনি জানান, এ লক্ষ্যে পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং (বিআইপিএসওটি) নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। এই কেন্দ্র শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়া সদস্যদের, বিশেষ করে নারী সদস্যদের প্রশিক্ষণ দেবে।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা ওই সব দেশের সাধারণ মানুষের নিরাপত্তা, লিঙ্গবৈষম্য দূর করা ও মানবাধিকার ইস্যুতে কাজ করছে বলে জানান শেখ হাসিনা। একই সঙ্গে শান্তিরক্ষী মিশনে কর্মরত সদস্যদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের বিষয়ে শূন্য-সহনশীল দেখানো হবে বলেও জানান তিনি।
শান্তিরক্ষী বাহিনীবিষয়ক এই সম্মেলন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান, রুয়ান্ডা, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, ইথিওপিয়া ও জাতিসংঘ একসঙ্গে আয়োজন করে।