মোদির পরীক্ষা ভূমি অধিগ্রহণ আইন
ভূমি অধিগ্রহণ আইনে পরিবর্তন চেয়ে বিরোধী দলগুলোতে ওঠা শোরগোলের কথা মেনে নিয়ে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘একটি গণতান্ত্রিক দেশে সংলাপ, আলোচনা হতে পারে। এর মধ্য দিয়েই ইতিবাচক ফল পাওয়া যায়।’
কেবল মোদি নয়, রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এ নিয়ে সব সংসদ সদস্যের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি ভারতের পার্লামেন্টের উভয় কক্ষকে বলেন, ভূমি অধিগ্রহণ আইন ‘যথাযথভাবে পরিশোধন’ করা হয়েছে। তিনি বলেন, ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষক ও তাঁদের পরিবারের স্বার্থ সুরক্ষায় যথাযথ গুরুত্ব দিয়েছে সরকার।
ভূমি অধিগ্রহণের এই অধ্যাদেশ ছিল দেশে বিনিয়োগ শুরু করতে মোদির নেওয়া উদ্যোগের শুরুর ধাপ। কিন্তু দিল্লিতে বিজেপির হারের কয়েক সপ্তাহের মধ্যেই এ উদ্যোগ বিভিন্ন দল ও সংঘ পরিবারের মতো পক্ষগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। তারা ভূমি অধিগ্রহণকে ‘কৃষক স্বার্থবিরোধী’ ও ‘শিল্পবান্ধব’ বলে অভিযোগ করতে থাকায় আপাতত সরকার মধ্যপন্থী কোনো সিদ্ধান্ত নিতে পারে। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের সঙ্গে মোদির সাইফাই (বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান) কূটনীতি ও সংসদবিষয়কমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সভা মোদির নতুন এই নীতির দিকেই ইঙ্গিত করে।
বিজেপি বিরোধী দলে থাকার সময় ভূমি অধিগ্রহণ আইনের মূল বিলটিকে সমর্থন দিয়েছিল। কিন্তু পরে দেখা যায় বিলটির কিছু কিছু ধারা নিয়ে বিভ্রাট আছে এবং সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়।
কৃষকরা প্রকৃত ক্ষতিপূরণ পেলে বঞ্চনা থাকবে না। তাঁদের ছেলেমেয়েরা উত্তরাধিকার সূত্রে খণ্ড খণ্ড জমির অংশ পাওয়ার চেয়ে শিল্প কারখানায় চাকরি করে বেশি খুশি থাকবে। আর তাই বিলটি সংশোধন করতে কোনো দ্বিধা করা উচিত নয়। সরকারকেই এখন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে।
যখন উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হয়, তখনই কূটনৈতিক দক্ষতার বিষয়টি মুখ্য হয়ে উঠে। তাই ভূমি অধিগ্রহণ আইনের বিতর্কিত ধারাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে এবং বিরোধীদের এক টেবিলে আনতে মোদিকে কূটনৈতিক সব দক্ষতা ব্যবহার করতে হবে।
চলতি বাজেট অধিবেশনেই অর্থনীতির সংস্কারক হিসেবে নিজ যোগ্যতার প্রমাণ দিতে হবে মোদিকে। তিনি ব্যর্থ হলে শিল্প উন্নয়নের পথে বড় বাধা আসবে। আর এ ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণেই প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের (২৪ হাজার কোটি টাকা) প্রকল্প আটকে আছে। আর তাই প্রধানমন্ত্রীকে এটি করে দেখাতে হবে।