বিদ্যুতের দাম অর্ধেক করলেন কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ১২ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ বুধবার তাঁর আম আদমি পার্টির (এএপি) সরকার বিদ্যুতের মূল্য ৫০ শতাংশ কমিয়েছে। পাশাপাশি দিল্লির প্রতিটি বাড়িতে প্রতি মাসে ২০ হাজার লিটার পানি বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
এক সংবাদ সম্মেলনে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, যেসব পরিবার প্রতি মাসে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে, তারা অর্ধেক মূল্য পরিশোধ করবে। আর যারা ৪০০ ইউনিটের বেশি খরচ করবে তাদের পুরো মূল্যই পরিশোধ করতে হবে। আগামী ১ মার্চ থেকে দিল্লির ৯০ শতাংশ পরিবার এই সুবিধা পাবে।
টাইমস অব ইন্ডিয়া জানায, এ খাতে প্রতি মাসে ভর্তুকি দেওয়ার জন্য দিল্লির নতুন সরকার ৭০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে। এই প্রকল্পের জন্য প্রতিবছর এক হাজার ৪২৭ কোটি রুপি বরাদ্দ দেওয়া হবে।
বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৪ ফেব্রুয়ারি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।