পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে নাকাল হংকং সরকারপ্রধান
সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে হংকংয়ের নেতা ক্যারি ল্যাম আজ বুধবার পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’-এ ভাষণ দেন। কিন্তু ভাষণ প্রদানকালে বিভিন্ন প্রশ্নের মুখে তা স্থগিত করতে বাধ্য হন তিনি।
অধিবেশনে ক্যারি বক্তব্য শুরু করার পর থেকেই বিরোধীদলীয় আইনপ্রণেতারা বিভিন্ন শোরগোল ও ব্যঙ্গ-বিদ্রুপ করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রথম দফা সংক্ষিপ্ত বাধার পরে অধিবেশনের ভাষণ পুনরায় শুরু করেন ক্যারি ল্যাম। কিন্তু দ্বিতীয়বার বাধার সম্মুখীন হলে পুরো ভাষণটি স্থগিত করতে হয় তাঁকে।
হংকং কয়েক মাস ধরেই সরকারবিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের আন্দোলনের কারণে গত জুলাইয়ে বন্ধ হয়ে যাওয়া পার্লামেন্ট প্রথমবারের মতো আজ পুনরায় শুরু হয়েছিল।
এ সভায় বিক্ষোভের জন্ম দেওয়া বিতর্কিত প্রত্যর্পণ বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করবে বলে আশা করা হয়েছিল।
ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে চীনের অধীনে থাকা হংকংয়ে সাম্প্রতিক দাঙ্গা বা বিক্ষোভ শুরু হয় মূলত একটি বন্দি বিনিময় আইনের খসড়াকে কেন্দ্র করে।
ওই আইনে বলা ছিল, হংকংয়ে কেউ গ্রেপ্তার হলে তাকে চীনের হাতে তুলে দেওয়া যাবে, যেখানে রয়েছে ভিন্ন ধরনের বিচার ব্যবস্থা।
খসড়া আইনটি বাতিলের দাবিতে এরপর হংকংয়ে নিয়মিতভাবে প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। এসব বিক্ষোভে লাখ লাখ মানুষ যোগ দেয়।
ব্যাপক জন-বিক্ষোভের মুখে গত জুনে খসড়া প্রস্তাবটি সাময়িকভাবে স্থগিত এবং গত সেপ্টেম্বরে পাকাপাকিভাবে তা বাতিল করা হলেও বিক্ষোভকারীরা আরো বিভিন্ন দাবি জানিয়ে আসছে।