স্পেনে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্পেনের একটি আদালত। গতকাল সোমবার লাতিন আমেরিকান হেরাল্ড ট্রিবিউন পত্রিকার বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক দি ইনডিপেনডেন্ট।
স্পেনের বিচারক হোসে ডে লা মাতা এ পরোয়ানা জারি করেন। এ ছাড়া ইসরায়েলের সাবেক ও বর্তমান কয়েকজন মন্ত্রীর নামেও পরোয়ানা জারি করা হয়। তাঁরা হলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগর লিবারম্যান, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইশাই, দপ্তরবিহীন মন্ত্রী বেনি বেগিন ও ভাইস অ্যাডমিরাল এলিজার।
স্পেনের মাটিতে পা রাখামাত্র এঁদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।
২০১০ সালে গাজা উপত্যকায় যাওয়ার সময় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ত্রাণবাহী জাহাজের বহর ফ্রিডম ফ্লোটিলায় হামলা চালায়। গত বছর বিচারক মামলাটি স্থগিত করেছিলেন। বহরে থাকা ছয়টি জাহাজে ৫০০ যাত্রী, ত্রাণ সহায়তা ও নির্মাণসামগ্রী ছিল। ইসরায়েলের হামলায় নয়জন ত্রাণকর্মী নিহত হন। পরে আরেকজনের মৃত্যু হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাচশন জেরুজালেম পোস্টকে বলেন, ‘এটা আমরা উসকানি হিসেবে নিচ্ছি। (পরোয়ানা) বাতিল করতে আমরা স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।
আমাদের আশা, বিষয়টি শিগগিরই ঠিক হয়ে যাবে।’