একটি স্যান্ডউইচের জন্য দেহ বিক্রি করছেন গ্রিক তরুণীরা!
গ্রিসের অর্থনৈতিক সংকট এখন চরম আকার ধারণ করেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সামান্য একটি স্যান্ডউইচের বিনিময়ে অন্যের সঙ্গে যৌনতায় লিপ্ত হচ্ছেন দেশটির তরুণীরা। শুক্রবার প্রকাশিত এক নতুন গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
ওই গবেষণায় গ্রিসে কর্মরত ১৭ হাজারের বেশি যৌনকর্মীর তথ্য একত্রিত করা হয়েছে। এতে দেখা গেছে, পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে গ্রিসে সবচেয়ে বেশি যৌনকর্মী আছে। আর এসব যৌনকর্মীর ‘বাজারদর’ ইউরোপের মধ্যে সবচেয়ে সস্তা।
এথেন্সের প্যানটিওন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক গ্রেগরি ল্যাক্সোজ লন্ড টাইমস পত্রিকাকে বলেন, ‘কিছু নারী এটা করেন শুধু একটি পনিরখণ্ড অথবা একটি স্যান্ডউইচের বিনিময়ে, কারণ তারা ক্ষুধার্ত, তাদের খাওয়া দরকার।’
‘আবার অনেকেই যৌন পেশায় যাচ্ছেন বিল বা জরুরি প্রয়োজন মেটানোর জন্য’- বলেন ল্যাক্সোজ। এই অধ্যাপকই তিন বছর ধরে গবেষণাটি করেছেন। ল্যাক্সোজ জানান, গ্রিসে যখন অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন যৌনকর্মীদের দর ছিল ৫০ ইউরো, এখন তা নেমে এসেছে মাত্র দুই ইউরোতে।