প্রাচীন খুলি থেকে তৈরি হলো যিশু খ্রিস্টের চেহারা!
দীর্ঘ কপাল, লম্বাটে কমনীয় মুখ, আর ঘাড় পর্যন্ত ঢেউ খেলানো সোনালি চুল যিশু খ্রিস্টের প্রচলিত চেহারা এমনই। তবে, সম্প্রতি পরীক্ষাগারে খ্রিস্টের মুখমণ্ডলের আদল তৈরি করা হয়েছে। যিশুর চেহারা এমনটাও হতে পারে বলে গবেষকদের দাবি। এই চেহারার সঙ্গে খ্রিস্টের পরিচিত চেহারার তেমন কোনো মিল পাওয়া যায় না।
যিশু খ্রিস্টের চেহারা পুনরুদ্ধারের গবেষণা করেছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির সাবেক গবেষক রিচার্ড নিয়েভ। এজন্য ওই সময়কার উত্তর ইসরায়েল অঞ্চলের কয়েকজন ইহুদি ধর্মাবলম্বীর মাথার খুলি সংগ্রহ করেন তিনি। পরে এসব খুলির ওপর ভিত্তি করে খ্রিস্টের সম্ভাব্য মুখমণ্ডল তৈরি করা হয়। এ ক্ষেত্রে খ্রিস্টের জন্মস্থান ও এর আশপাশের অঞ্চলের আবহাওয়ার সহায়তাও নেওয়া হয়। এ ছাড়া বাইবেলের সহায়তাও নেওয়া হয়েছে।
তৈরিকৃত সম্ভাব্য যিশুর ছবি ছড়িয়ে না দিয়ে নির্দিষ্ট কিছু মানুষের কাছে পাঠান রিচার্ড নিয়েভ। পরে আরো অনেকেই এটি দেখার সুযোগ পান।
গবেষণায় তৈরি করা যিশুর মুখমণ্ডলের সঙ্গেই যিশুর চেহারার মিল থাকতে পারে বলে দাবি করছেন অনেক গবেষক। তবে খ্রিস্টের চেহারা আসলে কেমন ছিল তা এখনো রহস্য।
যিশুর চেহারা খুঁজে পাওয়ার গবেষণা এটিই প্রথম নয়। চলতি বছরের শুরুতেই ইতালির এক তদন্ত কর্মকর্তা দাবি করেছিলেন, যিশুর চেহারা ছিল কম বয়স্ক বালকের মতো। তবে গবেষক নিয়েভের চেহারার সঙ্গে আর যাই হোক বালকের চেহারার কোনো মিল নেই।