পাকিস্তানে বিমান হামলায় ২৩ জঙ্গি নিহত
পাকিস্তানের আফগান সীমান্তের কাছে প্রত্যন্ত উপজাতীয় অঞ্চলে কয়েকটি বিমান হামলায় ২৩ জঙ্গি নিহত হয়েছেন।
শুক্রবার সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা বাসস।
বিবৃতিতে বলা হয়, উপজাতীয় উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার জেলায় এসব বিমান হামলা চালানো হয়। ছয়টি আস্তানায় বিমান হামলায় ২৩ জঙ্গি নিহত ও ১০ জনের বেশি আহত হন।
উত্তর ওয়াজিরিস্তানে গত বছর তালেবান ও আল-কায়েদা ঘাঁটি নির্মূলের লক্ষ্যে শুরু হওয়া এক বড় ধরনের অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।