ভারতবিরোধী কথা বলতে মানা পাকিস্তানি মন্ত্রীদের
পাকিস্তানের মন্ত্রীদের ভারতের বিরুদ্ধে কোনো ধরনের বিবৃতি বা বক্তব্য না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে জন্য তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ডন অনলাইন।
নওয়াজ শরিফ আরো বলেছেন, অতীত নিয়ে খোঁড়াখুঁড়ির পরিবর্তে শান্তি আলোচনার জন্য উৎসাহব্যঞ্জক হয় কেবল এমন ধরনের বিবৃতি দেওয়া যাবে। ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি মনে করছেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক ভালো হলে তা গোটা অঞ্চলে কল্যাণ বয়ে আনবে।
ডন এই খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের আরেক দৈনিক দ্য নেশনে প্রকাশিত এক খবরের উদ্ধৃতি দিয়ে। ওই খবরে নওয়াজের এক ঘনিষ্ঠ মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, নওয়াজ চান ভারত-পাক শান্তি প্রক্রিয়া যাতে আরো গতিশীল হয়। সেই লক্ষ্যেই অটল থাকতে হবে। পুরোনো কথা না তুলে সবাইকে শান্তির উদ্দেশ্যে কাজ করতে হবে।
পাকিস্তানে নওয়াজ শরিফের ঘনিষ্ঠ বলে পরিচিত জ্যেষ্ঠ ওই মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে আগ্রহী। তবে তিনি কাশ্মীরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। আর এর পরেই সমঝোতার আলোচ্যসূচির মধ্যে রয়েছে বাণিজ্য ও সন্ত্রাস।
তবে ওই মন্ত্রী আরো বলেছেন, সম্প্রতি ভারত থেকে যেসব বিবৃতি আসছে তা নিয়ে নওয়াজ বেশ বিরক্ত। কেননা ওই সব বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লি কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা করতে ইচ্ছুক। কিন্তু এটি যে ভারত সরকারের নীতি নয়, তা তিনি বুঝতে পেরেছেন। নওয়াজ শরিফ ভারতের সঙ্গে আলোচনায় কাশ্মীর, সন্ত্রাসবাদ ও দ্বিপক্ষীয় বাণিজ্যকে প্রাধান্য দিতে চাইছেন বলেও জানান ওই মন্ত্রী।